মাদরাসাতুর রহমান আল-ইসলামিয়া—এর অনন্য কিছু বৈশিষ্টাবলী

প্রিয় শিক্ষার্থীগণ! আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি, আপনাদেরকে এমন কিছু উপহার দিতে, আপনাদের ইলমি তারাক্কির জন্য এমন কিছু কাজ করে যেতে যা সাধারণত অন্য কোন প্রতিষ্ঠান করে না।  আমরা কখনোই বলি না যে, আমরা সর্বাগ্রে, আমরাই শ্রেষ্ট ।  কিন্তু আমরা চেষ্টা করছি, আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের মেহনত- মুজাহাদা আর শ্রমের সর্বোচ্চটুকু দিতে ।  যেন শিক্ষার্থীগণ আমাদের মাধ্যমে পরিপূর্ণ ইস্তেফাদা হাসিল করতে পারে।  নীচে আমাদের প্রতিষ্ঠানের কিছু অনন্য বৈশিষ্ট্যাবলী তুলে ধরা হলো।

✔ আমাদের রয়েছে দরসী সকল আরবী কিতাবের (মতন) পিডিএফ সমূহ ।  তাই কোন শিক্ষার্থী যদি দরসী কিতাবের হার্ডকপি সংগ্রহ করতে সামর্থ্য না রাখেন, তবে তিনি সহজেই আমাদের কাছ থেকে একদম বিনামূল্যে দরসী সমস্ত কিতাবের পিডিএফ কপি সংগ্রহ করে নিতে পারবেন ।

✔ আরবী মতন কিতাবের পিডিএফের পাশাপাশি আমাদের রয়েছে দরসী সকল কিতাবের বাংলা শরাহের পিডিএফ ফাইল ।   যদিও আমরা কাউকে বাংলা পড়তে উদ্বুদ্ধ করি না এবং দরসেও বাংলা শরাহ নিয়ে বসা নিষিদ্ধ ।  কিন্তু অনেকের জন্য বাংলা কিতাব হলে পড়তে সুবিধা হয়— মূলত সেদিকে লক্ষ্য করেই উপকার থেকে যেন একেবারে বঞ্চিত না হতে হয়, তাই আমরা দরসী সমস্ত কিতাবের বাংলা শরাহ সমূহের পিডিএফ তৈরি করেছি।  নামমাত্র শুভেচ্ছামূল্য দিয়ে প্রত্যেক শিক্ষার্থী তার চাহিদামত কিতাব সংগ্রহ করে নিতে পারবেন ৷

✔ ইফতা বিভাগের দরসী কিতাব ছাড়াও মু’তালাআর জন্য আমাদের পর্যাপ্ত কিতাবাদি রয়েছে ।  ফতোয়ার কোন কিতাবের পিডিএফ ফাইল অনলাইনে রয়েছে, আর সেটি আপনি আমাদের কাছে পাবেন না, এমনটি খুব কমই হবে।  আমাদের প্রতিষ্ঠানের এ সাইট থেকে সহজেই আপনার মনমত মু’তালার কিতাবসমূহ ডাউনলোড করে নিতে পারবেন।

✔ দরসী কিতাব ও মু’তালাআ সংক্রান্ত কিতাবাদী ছাড়াও আমাদের নিকট রয়েছে ইসলামী গ্রন্থাবলীর এক বিশাল সমাহার। সাইটের ‘কিতাবাদী’ ক্যাটাগরি থেকে আপনি আপনার ইচ্ছেমত ইসলামী বই ও কিতাব ডাউনলোড করতে পারবেন।  এখানে আপনি এমনসব গুরুত্বপূর্ণ ইসলামী বইসমূহ পাবেন, যা আপনি অন্যকোন সাইটে পাবেন না।

✔ অর্থনৈতিক কোন সমস্যার কারণে আমরা কোন শিক্ষার্থীকে ফিরিয়ে দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি না।  কাজেই কোন শিক্ষার্থীর যদি বাস্তবিকই অর্থনৈতিক সমস্যা থাকে, তাহলে আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার খরচাদির ব্যাপারে সর্বোচ্চ সহায়তা করার প্রতিশ্রুতি দিচ্ছি।

✔ আমাদের সকল দরসের শীট থাকবে।  অর্থাৎ যে দিন যে কিতাবগুলোর দরস হবে, দরসের পূর্বেই ওই সকল কিতাবাদির মেইন পয়েন্টগুলোর উপর একটি সারসংক্ষেপ শীট রেডি করে ”ইফতা বিভাগ” গ্রুপে ও মারকাযের সাইটে পাবলিশ করা হবে।   শিক্ষার্থীরা দরসের শীট দেখে সহজেই কিতাব মু’তালাআ করতে পারবেন।

✔ দরসের শীট থাকার পাশাপাশি প্রতিটি দরসের অডিও/ভিডিও রেকর্ড আমাদের সংরক্ষণে থাকবে।  উক্ত রেকর্ড আমাদের প্রতিষ্ঠানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে।  দরস শেষ হলেও শিক্ষার্থীগণ ভিডিও দেখে সহজেই কিতাব বুঝতে পারবেন।

✔ প্রতিদিন দরসে হাজিরা হবে।  হাজিরা খাতায় লিখিতভাবে হাজিরা নেওয়া হবে।  যে সকল শিক্ষার্থী সারা বছর দরসে উপস্থিত থাকতে পারবে, একটিও গাইরে হাজিরি থাকবে না, বছর শেষে তারা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরুষ্কার প্রাপ্ত হবেন।

✔ প্রথম বা দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কোন শিক্ষার্থী অংশগ্রহণ না করলে উক্ত শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে।  ফলে উক্ত শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এবং সনদ-মার্কশীটও পাবে না।

ইফতা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি ফরম লিংকঃ  https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf9DWGcSBSWK43CxVnZ41MYxPcde7KVi3zCA9Hvkz7Z2jiU9A/viewform