ইফতা বিভাগ
এক বছর মেয়াদী ইফতা বিভাগ
(অনলাইন)

 

প্রিয় তালিবুল ইলম!

দীর্ঘ দশ/বারো বছর পড়াশোনা করে আপনারা দাওরায়ে হাদীস (মাস্টার্স) কমপ্লিট করে থাকেন। দাওরায়ে হাদীস কমপ্লিট করার পর বিভন্ন বিভাগে তাখাসসুসাত করার জন্য আপনাদের সুযোগ রয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে আপনাদের কতক ফতোয়া বিভাগ, কতক তাফসীর বিভাগ আর কতক উলুমুল হাদীসসহ অন্যান্য বিভাগে ভর্তি হন।

স্বাভাবিকভাবে এটিই সাধারণ নিয়ম। কিন্তু প্রায় তালিবুল ইলমের ক্ষেত্রে এর ব্যতিক্রমও ঘটে থাকে। অর্থাৎ দীর্ঘ দশ/বারো বছর পড়াশোনা করার পর তাখাসসুসাতে তাদের অধ্যায়ন করার প্রবল আগ্রহ ও আকাঙ্খা থাকলেও তা সম্ভবপর হয়ে ওঠে না। মূলত এর পিছনে বেশ কিছু কারণ কাজ করে। কারো অর্থনৈতিক চাপ, কারো পারিবারিক বিষয়, কারো আবার ব্যক্তিগত কোন ইস্যু ইত্যাদি। তবে অর্থনৈতিক ইস্যুটাই বেশিরভাগের ক্ষেত্রে ঘটে থাকে। ‘কারণ’ যাই হোক না কেন, তার ফলাফল এটিই ঘটে থাকে যে, প্রবল আগ্রহ-উদ্দীপনা থাকা সত্ত্বেও তারা অফলাইনে সরাসরি কোন প্রতিষ্ঠানে আবাসিকভাবে থেকে পড়াশোনা করার ফুরসত পান না। মূলত তাদের জন্যই আমাদের এ ইফতা কোর্সটি।

আপনি যদি ইফতা ও ফিকহে ইসলামীতে বুৎপত্তি ও অগাত পাণ্ডিত্য অর্জন করতে আগ্রহী হোন, তাহলে আমরা আমাদের এ প্লাটফর্মে আপনাকে সাদরে গ্রহণ করবো। আমাদের এ কোর্সটিকে আমরা সনদ নির্ভর না করে মেহনত নির্ভর করে সাজানোর চেষ্টা করেছি। এ লক্ষ্যকে সামনে রেখে আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থাই গ্রহণ করছি। তবে এর জন্য আমাদেরও যেমন পূর্ণ প্রস্তুতি ও মনমানসিকতার দরকার, আপনাদেরও মেহনত করার মনমানসিকতা, আগ্রহ-উদ্দীপনা থাকতে হবে। এভাবে আমাদের যৌথপ্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ।

ইফতা বিভাগে ভর্তির যোগ্যতা :

◾ইফতা বিভাগে ভর্তির উপযুক্ত হওয়ার জন্য প্রথমত দাওরায়ে হাদীস তথা ‘আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল ক্বওমিয়্যাহ বাংলাদেশ’—এর বোর্ড পরীক্ষায় মুমতায বা জায়্যিদ জিদ্দান হওয়া আবশ্যক। তা না হলে অন্তত জায়্যিদ হলেও হতে হবে৷ আর তৃতীয় বিভাগ তথা ‘মাকবূল’ বিভাগের ছাত্রদের ভর্তি বিবেচনাধীন।

◾কারো যদি বোর্ডে পরীক্ষা দেওয়া না হয়ে থাকে, সে ক্ষেত্রে প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়ে থাকলে উক্ত প্রতিষ্ঠানের একটি প্রত্যয়নপত্র ও মার্কশিটের প্রয়োজন পড়বে।

◾ফরম ফিলাপ না করে ফোনে যোগাযোগ করে ভর্তি হতে চাইলে আপনার পরিচয়পত্রের ছবি (জন্ম নিবন্ধন/ভোটার আইডি কার্ড) প্রতিষ্ঠানের পরিচালকের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার আইডিতে পাঠাতে হবে।

উপরোক্ত বিষয়গুলোর পাশাপাশি মৌখিক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে৷

মৌখিক পরীক্ষার কিতাব :

হিদায়া ছালিছ (কিতাবুল বুয়ূ)

ভর্তির নিয়মাবলী :

আমাদের এখানে আপনি দু’টি প্রক্রিয়ায় ভর্তির কাজ সম্পন্ন করতে পারেন।

 

◾প্রথম প্রক্রিয়া
আপনাকে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে। ফরমটি পূরণ করে প্রতিষ্ঠানের পরিচালকের ফেসবুক আইডিতে মেসেজ দিতে হবে। সবকিছু ঠিক থাকলে তিনি মৌখিক ভর্তি পরীক্ষার জন্য আপনাকে মেসেঞ্জারে কল করবেন। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তির জন্য নির্বাচিত হবেন। তারপর ভর্তি ফি পাঠিয়ে দিলে আপনাকে রশিদ বুঝিয়ে দিয়ে ‘ইফতা’ মেইন গ্রুপ ও তৎসংশ্লিষ্ট আরও কিছু গ্রুপে এড করা হবে। পাশাপাশি আপনাকে একটি দাখেলা নম্বর দেওয়া হবে, যেটি সারা বছরের জন্য একই থাকবে। কোন পরিবর্তন হবে না।

 

◾দ্বিতীয় প্রক্রিয়া
আপনি সরাসরি ফোনে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার আইডিতে আপনার জন্ম নিবন্ধন / ভোটার আইডি কার্ডের একটি ছবি ও মৌখিক পরীক্ষা দিয়ে ভর্তির জন্য নির্বাচিত হতে পারেন। ভর্তির জন্য নির্বাচিত হবার পর ভর্তি ফি জমা দেওয়া সাপেক্ষে আপনার নাম প্রতিষ্ঠানে রেজিস্টি করা হবে এবং আপনাকে একটি দাখেলা প্রদান করা হবে। সেই সাথে আপনাকে ইফতা বিভাগের বিভিন্ন জরুরী গ্রুপে এড করে দেওয়া হবে।

ইফতা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি ফরমের লিংক :

ভর্তি শুরু :

১২ ই মে ২০২৪ থেকে কোটা পূরণ সাপেক্ষে ভর্তির কার্যক্রম চলবে।

খরচের বিবরণ :

➡ ভর্তি ফি : ১৫০০/- (সাধারণ ফি)
আর অফার গ্রহণ করতে চাইলে বিশেষ ফি ২৫০০/-

➡ মাসিক ফি : ৬০০/- (বেতন ও অনলাইন ব্যবস্থাপনা বাবদ)

বিঃদ্রঃ— “আমরা ভর্তি ফি ২৫০০/- এজন্য রাখছি যে, আমাদের পক্ষ থেকে বিশেষ কিছু এক্সটা সুবিধা আপনাদের দেওয়া হবে ৷ যেমন, যে সকল কিতাব সিলেবাসে রয়েছে, ওই সমস্ত কিতাবের আরবী ও বাংলা পিডিএফ ফাইল আমরা আপনাকে প্রদান করবো একদম ফ্রিতে । কিন্তু আপনি যদি পূর্ণ ফি দিয়ে ভর্তি হতে না চান, তাহলে এ সুবিধাটি থেকে বঞ্চিত হবেন । এ সম্পর্কে বিস্তারিত জানতে সাইটের ‘অনন্য বৈশিষ্ট্যাবলী’ শিরোনামের ক্যাটাগরি ভিজিট করুন৷”

বিশেষ কিছু অফার :

অফার নং—১. পূর্ণ ফি (২৫০০/-) দিয়ে ভর্তি হলে আপনাকে দরসী কিতাবের আরবি ও বাংলা পিডিএফ ফাইল দেওয়া হবে। পূর্ণ ফি দিয়ে ভর্তি হতে না চাইলে আপনি এ অফারটি পাবেন না। সে ক্ষেত্র আপনি পরবর্তীতে কোন বাংলা শরাহ নিতে চাইলে প্রতিটি শরাহ বাবদ ১০০/- শুভেচ্ছামূল্য দিয়ে নিতে হবে।

অফার নং—২. আমাদের প্রতিষ্ঠানে আপনি নিজে ভর্তি হয়ে যদি অন্য কাউকে রেফার করতে পারেন সে ক্ষেত্রে আপনি সাধারণ ফি দিয়ে ভর্তি হলেও আপনাকে বিশেষ ফি—এর সুযোগ সুবিধা প্রদান করা হবে। বিশেষ সুবিদিত গ্রহণ করতে না চাইলে আপনার ভর্তি ফি কিছুটা কমিয়ে রাখা হবে।

অফার নং—৩. একসাথে একই ক্লাসমেট বা সাথী ভাইদের তিনজন বা তিনজনের একাধিক ভর্তি হলে তাদের সকল থেকে সাধারণ ফি রাখা হবে এবং সকলকে দরসী সমস্ত কিতাবের (আরবী+বাংলা শরাহ) পিডিএফ ফাইল দেওয়া হবে ইনশাআল্লাহ।

ক্লাস সম্পর্কে জরুরী জ্ঞাতব্য :

➡ প্রাথমিকভাবে প্রতি সপ্তাহে তিন দিন ক্লাস হবে। শনিবার, সোমবার ও বুধবার। পরবর্তীতে প্রয়োজনে এ সময় বাড়ানো হবে।

➡ প্রত্যেহ রুটিন অনুযায়ী রাত ৯.০০ বা ৯.১৫ থেকে দরস শুরু হয়ে রাত ১১ টা পর্যন্ত উর্ধ্বে ১১.৩০ পর্যন্ত চলবে।

➡ রুটিন অনুযায়ী নির্ধারিত ক্লাসের সময় প্রতিদিন অন্তত তিনটি করে ঘণ্টা হবে। পরবর্তীতে এটি বাড়ানোও হতে পারে।

➡ ক্লাসের পুরোটা সময়ে সকল শিক্ষার্থীকে ক্লাসে জয়েন থাকা আবশ্যক। প্রতি ক্লাসে হাজিরা নেওয়া হবে। অতএব সকলেই দরসে উপস্থিত থাকা বাধ্যতামূলক।

➡ ধারাবাহিকভাবে সর্বনিম্ন পনেরো দিন ও সর্বোচ্চ ত্রিশ দিন পর্যন্ত কোন শিক্ষার্থী দরসে অনুপস্থিত থাকলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার নাম কেটে দেওয়ার ইখতেয়ার থাকবে।

➡ দাখেলা প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ফেসবুক ও মেসেঞ্জারে সক্রিয় থাকতে হবে। অচল ও চালানো হয় না এমন আইডি দিয়ে গ্রুপে এড থাকা গ্রহণযোগ্য নয়।

➡ দরসের জন্য উপযুক্ত একটি ডিভাইস এন্ড্রয়েড ফোন /পিসি/ল্যাপটপ থাকতে হবে। সেই সাথে কমপক্ষে দুই এমবিপিএস নেট কানেকশন থাকতে হবে। যাতে ক্লাসে জয়েন হতে নেটওয়ার্ক জনিত কোন সমস্যা না হয়।

➡ ভর্তি কমপ্লিট হবার পর ইফতা সিক্রেট গ্রুপে এড করা হবে। সারা বছর ক্লাসের লিংক উক্ত গ্রুপে দেওয়া হবে। সকলেই উক্ত লিংকের মাধ্যমে ক্লাসে জয়েন হতে পারবো।

➡ আমরা গুগল মিট বা জুম সফটওয়্যারের মাধ্যমে ক্লাস পরিচালনা করবো। পূর্ণ বছরের দরস ভিডিও/অডিও রেকর্ড করা হবে। তাই দরসে কারো সবক বুঝে না আসলে অডিও/ভিডিও দেখে আযত্ত্ব করে নিতে পারবো।

➡ ভিডিও দেখে পড়া আয়ত্ত্ব না হলেও উস্তাদগণ তো রয়েছেন। যে কোন সমস্যায় তাদের সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করে নেওয়া যাবে।

➡ ক্লাস জুম সফটওয়্যার বা গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। মারকাযের সাইটের ভিডিও ক্যাটাগরি অপশন থেকে সম্পর্কে বিস্তারিত জানা যাবে

➡ ক্লাসে যুক্ত হওয়ার জন্য আমরা পূর্ব প্রস্তুতি স্বরূপ একটি ভালো মানের হেডফোন ও মোবাইল স্ট্যান্ড সংগ্রহে করে নিলে ভালো হবে। ক্লাসের সময় ভিডিও অন রাখা আবশ্যক নয়। তবে মাইক্রোফোন অবশ্যই অফ করে রাখতে। যখন কথা বলার প্রয়োজন হবে শুধু তখনি মাইক্রোফোন অন করতে হবে। বাকী সময় অফ রাখতে হবে।

➡ সারা বছর অন্তত ৪০-৫০ টি তামরীন আবশ্যক। তাই বছরের শুরু থেকেই তামরীনের প্রতি পূর্ণ মনোযোগী হতে হবে।
এরজন্য ফতোয়ার নিয়মিত ফতোয়ার কিতাবাদি মুতালাআ করার অভ্যাস গড়ে তুলতে হবে।

➡ প্রতিদিনের পড়া প্রতিদিন ইয়াদ করা বাধ্যতামূলক। আসাতিযায়ে কেরাম সবক শুনে থাকেন। পাশাপাশি প্রতিদিন সামনের সবক মুতালাআ করে আসতে হবে।

➡ প্রতিষ্ঠানের কানুন সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই লিংকে ক্লিক করুন : https://mrislamia.com/rules/

➡ ভর্তি ফরম পূরণ করতে নীচের এই লিংকটিতে ক্লিক করুন : https://forms.gle/uwv48Dgo8DdqQgDm7