পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী :—

➡ আমাদের প্রতিষ্ঠানের সকল পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে। যেভাবে দরস হয় সেভাবেই অনুষ্ঠিত হবে। অবশ্য এ ক্ষেত্রে ভিডিও অন রাখা আবশ্যক।

➡ পরীক্ষা চলাকালীন পূর্ণ সময় ভিডিও অন রাখা আবশ্যক। ভিডিও অন না করে পরীক্ষা দিলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে৷

➡ সারা বছর মূল তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মূল পরীক্ষা ছাড়াও এক বা একাধিক টেস্ট পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।

➡ প্রতিটি মূল পরীক্ষার ফি পাঁচ শত টাকা। টেস্ট পরীক্ষার কোন ফি নেই৷

➡ ক্লাসে উপস্থিতি, টেস্ট ও মূল পরীক্ষায় অংশগ্রহণ, পড়াশোনায় মনোযোগ ইত্যাদির উপর ভিত্তি করে পরীক্ষার নম্বর কমবেশি হতে পারে।

➡ ইফতার সনদ পেতে হলে বার্ষিক পরীক্ষায় মুমতায, জায়্যিদ জিদ্দান ও অন্তত জায়্যিদ হতে হবে। এর চেয়ে নীচের বিভাগ পেলে সনদ স্থগিত থাকবে৷

➡ সনদে পাশের বিভাগ উল্লেখ থাকবে। কাজেই এ বিষয়টির প্রতি লক্ষ রেখেই সকলকে পড়াশোনা ও পরীক্ষায় মনোযোগী হওয়া উচিৎ।

➡ কোন শিক্ষার্থী প্রথম বা দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ না করলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার নাম কাটার অধিকার থাকবে।

➡ কারো ‘ওজরে মাকুল’ থাকলে প্রথম দুই পরীক্ষা লিখিত দিতে না পারলেও মৌখিক দেবার সুযোগ রয়েছে। তবে
বার্ষিক পরীক্ষা কোনভাবেই মৌখিক দেবার সুযোগ নেই। লিখিতভাবে দেওয়া ছাড়া সনদ প্রদান স্থগিত থাকবে।

➡ যে কোন দুই কিতাবে ফেইল করলে অর্থাৎ পয়ত্রিশ এর কম নম্বর পেলে পুরো পরীক্ষায় ফেইল করেছে বলে গণ্য হবে। এমনকি অন্য কিতাবে মুমতায পেলেও। বার্ষিক পরীক্ষায় এমনটি হলে তার সনদ স্থগিত থাকবে।

➡ পরীক্ষা শুরু আগেই ভালো মানের A4 সাইজের কাগজ সংগ্রহ করে নিতে হবে। কোন শিক্ষার্থী A4 সাইজের সাদা পেইজ না পেলে অন্তত সাদা অংক খাতা হলেও সংগ্রহ করে নিতে হবে। বাংলা খাতায় পরীক্ষায় গ্রহণযোগ্য নয়।

➡ প্রতিটি পরীক্ষার জন্য একটি করে কভার পেইজ নিতে হবে। কভার পেইজটি পূরণ করে খাতার প্রথমে পিনআপ করে নিতে হবে। কভার পেইজটি সংগ্রহ করে নীচের লিংকে ক্লিক করুন : —  https://drive.google.com/file/d/1BHL3ZsCtbEaYo_lE53rbBwcKctipFwZ-/view?usp=drivesdk

➡ পরীক্ষা চলাকালীন সময়ে প্রথম এক ঘণ্টার মধ্যেই প্রশ্ন বুঝে নিতে হবে। পরবর্তীতে প্রশ্ন বুঝার কোন সুযোগ থাকবে না।

➡ পরীক্ষা চলাকালীন সময়ে মিট/জুম থেকে বের হয়ে যাওয়া, এদিক সেদিক তাকানো, মোবাইলে বা সরাসরি কারো সাথে কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ।

➡ কভার পেইজে সুস্পষ্টভাবে নাম, রোল নম্বর, কিতাবের নাম, বিষয়, বিভাগ ও তারিখ লিখতে হবে। কভার পেইজ কীভাবে পূরণ করবেন এ সম্পর্কে জানতে নীচের ভিডিওটি দেখুন :—

➡ শেষ ঘণ্টা বাজার সাথে সাথেই খাতা পিন আপ করে ছবি তুলে সংশ্লিষ্ট উস্তাতজীর ইনবক্সে পাঠিয়ে দিতে হবে। ছবি তুলে জমা দেওয়ার পর খাতায় কোন রকম পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন গ্রহণযোগ্য নয়। বিন্দুমাত্র পরিবর্তন পাওয়া গেলে খাতা বাতিল বলে গণ্য হবে।

➡ সবগুলো পরীক্ষা শেষ হওয়ার পর খাতাগুলো প্রতিষ্ঠান বরাবর ‘আর্জেন্ট হোম ডেলিভারি’ করে কুরিয়ার করে দিতে হবে। আসাতিযায়ে কেরামগণ সরাসরি খাতা দেখে নম্বর প্রদান করে থাকেন।

➡ কোন শিক্ষার্থীর খাতা পাঠালে সমস্যা হলে উক্ত শিক্ষার্থী প্রতিটি খাতার পিডিএফ ফাইল পাঠিয়ে দিলে কর্তৃপক্ষ খাতাগুলো প্রিন্ট আউট করে নিবে। এ ক্ষেত্রে চার্জ প্রযোজ্য।

➡ খাতা হাতে আসার পর আসাতিযায়ে কেরামগণ ইনবক্সে পাঠানো ছবি ও হাতে আসা খাতা একসাথে মিলিয়ে দেখেন, কোন পরিবর্তন-পরিবর্ধন আছে কিনা। কোন ব্যতিক্রম নজর পড়লে নম্বর কর্তন হবে এমনকি উক্ত কিতাবের পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।

➡ প্রতিটি পরীক্ষার ফলাফল প্রতিষ্ঠানের সাইটে প্রকাশিত হবে। সকল শিক্ষার্থীগণ সাইট থেকে যে কোন সময় নিজ ফলাফল দেখে নিতে পারবে।