আমাদের সম্পর্কে

আমাদের বিজনেস গ্রুপ ‘আওয়ার মিডিয়া বিজনেস গ্রুপ লিমিটেড’—এর সংক্ষিপ্ত পরিচিতি :

আওয়ার মিডিয়া গ্রুপ’ এটি একটি গ্রুপ অফ কোম্পানি। এই কোম্পানির অধীনে বিভিন্ন সেক্টরে একাধিক প্রতিষ্ঠান চলমান ও প্রস্তাবিত প্ল্যানিং হিসাবে চালু রয়েছে। অত্র প্রতিষ্ঠানটির অন্যতম একটি শাখা প্রতিষ্ঠান ‘আওয়ার মিডিয়া বিজনেস গ্রুপ লিমিটেড। 

আমাদের এই বিজনেস গ্রুপটি মূলত একটি অনলাইন আর্নিং প্লাটফর্ম। আর্নিং প্লাটফর্ম বলার চেয়ে আরও সহজ ভাষায় বলতে গেলে টাকা জমা ও সঞ্চয় রাখার একটি বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। আমাদের এই সাইটটি যদিও একটি আর্নিং সাইট, কিন্তু প্রত্যেকেই আর্নিং এর দিকে লক্ষ্য না করে টাকা সঞ্চয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে দেখতে পারেন। কারণ আমরা অন্যদের মত প্রচুর পরিমাণে মুনাফা আপনাকে দিতে পারবো না। বৈধ ও হালাল উপায়ে আপনি যৎ সামান্য মুনাফা অর্জন করতে পারবেন এই সাইটির মাধ্যমে ইনশাআল্লাহ। নিম্নে আমরা আমাদের কার্যাবলী ও সিস্টেম সম্পর্কে সংক্ষেপে কিছুটা তুলে ধরছি।

আওয়ার মিডিয়া বিজনেস গ্রুপ লিমিটেডসাইটটি কাদের জন্য?

পূর্বেই আমরা জানিয়েছি যে, আমাদের এ সাইটটি মূলত অনলাইনভিত্তিক বিশ্বস্ত একটি সেভিংস সাইট। কাজেই কেউ যদি উচ্চ মাত্রায় মুনাফা বা লভ্যাংশ লাভের আশায় আমাদের সাইটে এসে থাকেন, তাহলে বলবো, আমাদের এ সাইটটি আপনার জন্য নয়। অনুগ্রহ করে আপনি অন্য কোথাও ডিপোজিট করে আর্নিং করতে পারেন। তবে হ্যাঁ, আমাদের এ সাইটি ঐ সকল লোকদের জন্য, যারা কমবেশি সঞ্চয়ের মাধ্যমে বৈধভাবে মুনাফা বা লভ্যাংশ অজর্ন করতে চান। হোক তা নামমাত্র। আমরা কিন্তু চাইলে পারি, সুদ ভিত্তিক ব্যবসা করে অল্প পুঁজিতে আপনাকে অধিক মুনাফা দিতে বা ধোঁকা-প্রতারণার মাধ্যমে বেশি লাভের লোভ দেখিয়ে  আপনার কষ্টার্জিত পুঁজি নিয়ে উধাও হতে। মার্কেটে প্রচলিত অন্যান্য সাইটটগুলো যেমনটা করে আসছে। কিন্তু আমরা কারো সাথে প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছি না, আমরা বৈধ ও সৎভাবে যতটুকু পারি, আর্নিং করে আমাদের প্ল্যান অনুযায়ী আপনাদের মাঝে বণ্টন করে দিবো ইনশাআল্লাহ।

কাজেই এ সাইটটি ঐ সকল লোকদের জন্য, যারা একদম অল্প পুঁজি দিয়ে বিজেনেস যোগ হতে চাচ্ছেন, যারা চাচ্ছেন, আমার মূল পুঁজিটা সেভ থাকুক, পাশাপাশি বৈধভাবে অল্পস্বল্প যা-ই মুনাফা আসুক না কেন, আমরা তা নিতে রাজি রয়েছি। মূলত তাদের জন্যই আমাদের এ  ছোট্ট সাইটটি।

আওয়ার মিডিয়া বিজনেস গ্রুপ লিমিটেডসাইটটি কীভাবে গ্রাহকদের আমানত সংগ্রহ করে কাজে লাগায়?

”আওয়ার মিডিয়া বিজনেস গ্রুপ লিমিটেড” মূলত তিনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। আমাদের প্ল্যান যেহেতু তিন ধরনের, তাই আমাদের কাজের ধরণও তিন রকমের। প্রতিটি ফান্ড আলাদা আলাদা ভাবে সাজানো। বিশেষ কোন প্রয়োজন ছাড়া এক ফান্ডকে অপর ফান্ডের সাথে মিলানো হয় না। প্রথম ফান্ড অনুযায়ী আমরা সাধারণ গ্রাহকদের আমানত একত্রিত করে তা নির্দিষ্ট কোন বৈধ ব্যবসাতে ইনভেস্ট করি। সেটা হতে পারে ‘বাইয়ে মুদারাবা, ‘বাইয়ে মুশারাকা’, ‘বাইয়ে মুরাবাহা’ বা ‘বাইয়ে সালাম’ হিসাবে। বা কিস্তি পদ্ধতিতেও হতে পারে। মোট কথা, বৈধভাবেই আমরা গ্রাহকদের সেই আমানতকে কাজে লাগিয়ে থাকি। চুক্তি শেষে আমরা যা মুনাফা পাই, মূলত সেটাই আপনাদের মাঝে নির্দিষ্ট একটি হিসাবে বণ্টন করে দিই।

দ্বিতীয় পদ্ধতিটাও অনেকটা এরকমই। আর তৃতীয় প্ল্যানটা একটু ভিন্ন রকম। তৃতীয় প্ল্যানটায় লাভ বেশি। তবে এই অফারটি সবমসময়ের জন্য প্রযোজ্য নয়।

এটি একটি বিশেষ প্ল্যান ও অফার। যা আমরা বিভিন্ন পণ্য-দ্রব্য ও আসবাব বেচা-কেনার মাধ্যমে ভালো একটা অংকের লাভের মাধ্যমে করে থাকি। আর এই বেচা-কেনাটার সুযোগটা সবসময় আমাদের হাতে থাকে না। সবসময় সুযোগ থাকলেও বিশ্বস্ত লোক পাওয়া যায় না। কাজেই সবদিক বিবেচনা করে এই অফারটি সবসময়ের জন্য নয়। তবে যে কেউ চাইলে ডিপোজিট করতে পারেন। যদি আমাদের সম্মুখে এরকম অফারটি তখন না থাকে, যখন আপনি ডিপোজিট করেছেন, তাহলে আপনার পুঁজি এপ্রুভ করা হবে না এবং আপনার সাথে যোগাযোগ করে আপনার টাকা ফিরিয়ে দেওয়া হবে। তাই সুপার প্রিমিয়াম মেম্বারশিপে ডিপোজিট করার জন্য আমাদের সাথে আগে যোগাযোগ করে নিন। আর পুঁজি ফিরিয়ে দেওয়ার এই সিস্টেমটি শুধুমাত্র সুপার প্রিমিয়ামশিপ প্ল্যানের জন্যই প্রযোজ্য। এবং এটা ওই সময় প্রযোজ্য, যখন আমাদের হাতে এই অপরচুনিটি না থাকবে।

এ ছাড়া সাধারণ মেম্বারশিপ ও প্রিমিয়াম মেম্বারশিপ সবমসময়ের জন্য উন্মুক্ত। যে কোন প্ল্যান নিয়ে আপনি আমাদের সাথে শরীক থাকতে পারেন। চুক্তির মেয়াদ শেষে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী অর্জিত মুনাফা আপনাদের মাঝে আনুপাতিকহারে বণ্টন করে দিবো ইনশাআল্লাহ।

আওয়ার মিডিয়া বিজনেস গ্রুপকি বিশ্বাসযোগ্য?

জ্বি, অবশ্যই আমরা বিশ্বস্ততার সাথে কাজ করে যাবার প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের সাথে মূলত দুই শ্রেণীর লোক যুক্ত হবে। প্রথমত যারা আমাদের পরিচিত। আমাদের গ্রুপের অন্যান্য সেক্টরে যে সকল লোক রয়েছে, তারা অনায়েসেই আমাদের এখানে ডিপোজিট করবেন। অনায়েসেই তারা আমাদের বিশ্বাস করবেন। কারণ তাদেরকে আমরা চিনি, তারাও আমাদেরকে ভালো করে চিনে। বিশ্বাসের জায়গাতে আমাদের ও তাদের মাঝে কোন ঘাটতি পড়বে না। এটা আমরা জানি।

কিন্তু দ্বিতীয় শ্রেণীর লোক, যারা আমাদেরকে চিনেন না, আমাদের সম্পর্কে কিছুই জানেন না, আমরাও যাদেরকে চিনি না, মূলত তাদের সাথেই আমাদের বিশ্বাসের ঘাটতি আসার সম্ভাবনা রয়েছে। তাদেরকে বলবো, পরিপূর্ণ বিশ্বাস অর্জনে প্রথমত আপনি আমাদের প্ল্যানগুলো দেখুন এবং বাস্তবতার নিরিখে যাচাই-বাছাই করে দেখুন, এ পরিমাণ পুঁজিতে আমাদের প্রদত্ত সম্ভাব্য মুনাফা বা লভ্যাংশ দেওয়া আসলেই পসিবল কিনা! বিচক্ষণতা ও সূক্ষ্মভাবে চিন্তা-ভাবনা করলে এ বিষয়টি সহজেই আপনি উপলব্ধি করতে পারবেন এবং আশা করি প্রথম পর্যায়ে এ কাজটি করার দ্বারাই আপনি আমাদেরকে যুক্তি ও বাস্তবতার নিরিখে বিশ্বাস করতে পারবেন এবং এতে আপনার কোন অসুবিধা হবে না।

দ্বিতীয়ত, যদি এমনটি করেও আমাদেরকে আপনার বিশ্বাস না হয়, তবে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আমাদের পরিপূর্ণ প্ল্যান ও আমাদের সম্পর্কে বিস্তারিত আপনাকে জানাবো। এ পর্যায়ে এসে আশা করি আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস করতে আপনার বিন্দুমাত্র সমস্যা হবে না। তথাপি যদি আশংকা থাকে, তাহলে আপনি সর্বনিম্ন অংক ডিপোজিট করে ট্রাই করে দেখতে পারেন, আমরা ট্রাস্টেট কিনা! আমরা হাজার হাজার টাকা খরচ করে, অনেক মেহনত ও পরিশ্রম করে একটি আর্নিং সাইট ও বিজন্যাস গ্রুপ দাঁড় করিয়েছি মার্কেটে দু’দিন থাকার জন্য নয় এবং আপনার দু’টাকা পুঁজি নিয়ে উধাও হবার জন্য নয়। ব্যক্তিগতভাবে এ সাইটের সি-ই-ও যিনি তিনিও একাধিকবার এ জাতীয় সাইটে প্রতারিত হয়েছেন। তাই শেষ পর্যন্ত নিজেই এমন সাইট তৈরির সিদ্ধান্ত নিয়েছেন।

কাজেই এখন আমাদেরকে বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার ইখতিয়ার। এতকিছুর পরও যদি বিশ্বাস না হয়, তাহলে বলবো আমাদের সাথে আপনার কাজের প্রয়োজন নেই। সুলতান আব্দুল হামীদ (ছানি) রহ. এর একটি কথা মনে রাখবেন, তিনি বলেছিলেন,  “সবাইকে বিশ্বাস করা বিপদজনক, তবে কাউকেই বিশ্বাস না করা আরও বেশি বিপদজনক ও ভয়ংকর।” অতএব সিদ্ধান্ত এখন আপনার।

আমাদের সাথে কীভাবে লেনদেন করবেন?

আমাদের ম্যানুয়ালি যে অপশনগুলো রয়েছে, সেখান থেকে সহজেই আপনি আমাদের সাথে লেনদেন করতে পারবেন৷ আপাতত বিকাশ ও নগদ অপশর রয়েছে। পরবর্তীতে অন্যান্য অপশন এড করা হবে ইনশাআল্লাহ। তবে কেউ যদি বিকাশ, নগদ ছাড়া অন্য কোন মাধ্যমে আমাদের সাথে লেনদেন করতে চান, সেটাও পারবেন, এর জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিন। ডিপোজিট করার পর আপনার ডিপোজিটকৃত অ্যামাউন্ট যখন এপ্রুভ হবে, তখন আপনি আমাদের প্ল্যানগুলো থেকে যে কোন একটি প্রোডাক্ট ক্রয় করে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ইনকাম করতে পারবেন। এবং মেয়াদ শেষে সহজেই আপনার টাকা উইড্রো করতে পারবেন।

সর্বনিম্ন কত টাকা ও সর্বোচ্চ কত টাকা ডিপোজিট করা যাবে?

তিনটি প্ল্যানে ৩ ধরনের ডিপোজিটের সিস্টেম :

(ক) সাধারণ মেম্বারশিপ : এ প্ল্যান অনুযায়ী সর্বনিম্ন ১ হাজার টাকা ও সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করার সুযোগ রয়েছে।

(খ) প্রিমিয়াম মেম্বারশিপ : এ প্ল্যান অনুযায়ী সর্বনিম্ন ১০০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করার সুযোগ রয়েছে।

(গ) সুপার প্রিমিয়াম মেম্বারশিপ : এ প্ল্যান অনুযায়ী সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করার সুযোগ রয়েছে।

 

ডিপোজিট ও উইড্রোর জন্য কি নির্ধারিত কোন দিন বা তারিখ রয়েছে?

জ্বি না, নির্দিষ্ট কোন দিন বা তারিখ নেই। আপনি যখন খুশি ডিপোজিট করতে পারবেন, আর প্রোডাক্টের মেয়াদ শেষে যখন খুশি আপনার কাঙ্ক্ষিত মুনাফা উইড্রো দিতে পারবেন।

ডিপোজিট বা উইড্রো দিলে এপ্রুভ হতে কত সময় লাগবে?

ডিপোজিটের ক্ষেত্রে যখনই আমরা ম্যাসেজ পাবো, তখনই আপনার ডিপোজিট এ প্রুভ করে দেওয়া হবে। আর উইড্রোর ক্ষেত্রে সাধারণত সর্বনিম্ন ২৪ ঘণ্টা সময় লাগবে। আর সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত লাগতে পারে। তবে সাধারণ ও প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে আমরা সর্বদা চেষ্টা করবো—তৎক্ষণাত উইড্রো এপ্রুভ করে আপনার নম্বরে কাঙ্ক্ষিত পুঁজি ও মুনাফা পাঠিয়ে দিতে ইনশাআল্লাহ।

সময়ের আগে উইড্রো দেওয়া যাবে কি?

জ্বি না। কোন প্রোডাক্ট কিনার পর মেয়াদ শেষ হবার আগেই যদি আপনি আপনার ডিপোজিটকৃত অংক উইড্রো করে নিতে চান, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। মেয়াদ শেষ হলেই আপনাকে উইড্রো দিতে হবে এবং লভ্যাংশসহ আপনি আপনার মূল টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে একান্ত কোন প্রয়োজন থাকলে এজেন্টের সাথে কথা বলে দেখতে পারেন, তিনি এপ্রুভ করলে উইড্রো দিতে পারবেন।

ডিপোজিট বা উইড্রোর ক্ষেত্রে কি এক্সটা কোন চার্জ কর্তন করা হবে?

জ্বি না, আপাতত আমাদের রুলস অনুযায়ী উইড্রো বা ডিপোজিটের ক্ষেত্রে এক্সটা কোন চার্জ নেই। তবে উইড্রো দেবার ক্ষেত্রে শতকরা ০৫% পরিমাণ অ্যামাউন্ট আপনার মূল ব্যালেন্সে জমা থাকতে হবে।

রেফার করে কোন আর্নিং করা যাবে কি?

জ্বি, আপনি শতকরা হারে রেফারেল কমিশন পাবেন। সে হিসাবে প্রথম জেনারেশন থেকে শতকরা ০৫% হারে, দ্বিতীয় জেনারেশন থেকে শতকরা ০৩% ও তৃতীয় জেনারেশন থেকে শতকরা ০১% হারে রেফারেল কমিশন ভোগ করতে পারবেন।

এ সাইটটি মার্কেটে কতদিন থাকবে?

ইনশাআল্লাহ, আমরা আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করে যাবো এবং মার্কেটে স্থায়ীভাবেই থাকবো ইনশাআল্লাহ। কখনোও যদি আল্লাহ না করুক, লসের কারণে আমাদের মার্কেট থেকে সরে যেতে হয়, তবে সে ক্ষেত্রে পূর্ব ঘোষণা দিয়ে সকল গ্রাহককে তার আমানত ফিরিয়ে দিয়েই আমরা মার্কেট থেকে যাবো। ধোঁকাবাজি বা প্রতারণার কোন সুযোগ নেই আমাদের কাছে।

সরাসরি কি আপনাদের সাথে দেখা করা যাবে?

জ্বি, অবশ্যই। আপনি আমাদের কাছ থেকে শিডিউল নিয়ে সরাসরি দেখা করতে পারবেন। চাইলে দেখা করে আপনার কাঙ্ক্ষিত অংক ডিপোজিট করে আমাদের সাথে বিজনেস শুরু করতে পারেন৷ আপনার ইচ্ছা ও ইখতিয়ার।

আপনাদের অফিস কোথায়?

জ্বি, আমাদের অস্থায়ী কার্যালয়ের ঠিকানা, দক্ষিণ সেহাচর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

মোবাইল  : 01992852342 (bkash, Nagad), 01889033469 (Whatsapp)

যে কোন প্রয়োজনে আমাদের সাথে সরাসরি কথা বলুন। কল করুন এই নম্বরে—01992852342।

প্রাইভেসি পলিসি

  • আমাদের আর্নিং এ সাইটটির নির্দিষ্ট কিছু নিয়ম ও পলিসি রয়েছে। প্রত্যেক গ্রাহককে এ নিয়মাবলী মানা আবশ্যক। না মানলে আমরা সেই গ্রাহকের বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা নিবো। নিম্নে প্রাথমিক কিছু রোলস ও নিয়ম উল্লেখ করা হলো।
  • প্রত্যেক গ্রাহক তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি ক্রয়ের পর সে তা আর বাতিল করতে পারবে না। লভ্যাংশ পেতে হলে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। তবে সে চাইলে এজেন্টের সাথে কথা বলা সাপেক্ষে তার পুঁজি যে কোন সময় উইড্রো করে নিতে পারবে।
  • এক ফোনে একাধিক অ্যাকাউন্ট করা যাবে। তবে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কোন দুই নম্বরি পাওয়া গেলে তার অ্যাকাউন্ট ব্লক করা হবে।
  • গ্রাহক আমাদের আর্নিং সাইটে কর্মরত কোন এজেন্টের সাথে খারাপ আচরণ করলে, অকথ্য ভাষায় কথা বলে তার অ্যাকাউন্ট ব্যান করা হবে। সে লভ্যাংশ থেকে বঞ্চিত হবে।
  • মেয়াদ শেষ হবার ১-৩ দিনের মধ্যেই প্রত্যেক গ্রাহককে তার ডিপোজিটকৃত অ্যামাউন্ট লভ্যাংশসহ বুঝে নিতে হবে। ১-৩ দিনের মধ্যে লভ্যাংশসহ পুঁজি না নিলে তার পুঁজির ব্যাপারে আমরা দায়বদ্ধ নয়। তার পুঁজি ফিরিয়ে দিতে আমরা বাধ্য নয়। কাজেই এ বিষয়ে গ্রাহককে সতর্ক থাকতে হবে।

আওয়ার মিডিয়া বিজনেস গ্রুপ লিমিটেডতার সকল আইন ও রুলস যে কোন মূহুর্তে পরিবর্তন – পরিবর্ধন ও সংযোজন – বিয়োজনের অধীকার রাখে। এ বিষয়ে অন্য কারো মত বা নিয়ম গ্রহণযোগ্য নয়।