ইফতা ২৩-২৪ শিক্ষাবর্ষের অনুষ্ঠান কার্যক্রম
ইফতা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আমরা প্রায় সবমিলিয়ে নয় থেকে দশ মাস দরস করেছি। প্রায় সবগুলো দরসী কিতাব আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ।
দরসের প্রতি বিশেষ মনোনিবেশ দেওয়ায় বার্ষিক পরীক্ষা আমাদের অনেকটা পিছিয়ে যায়। যার কারণে বার্ষিক পরীক্ষা শেষ করতে করতে আমাদের সামনে পবিত্র মাহে রমাযান চলে আসে। ফলশ্রুতিতে রমাযানের প্রস্তুতি ও শিক্ষার্থীদের বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা সরাসরি অনুষ্ঠানের আয়োজন করতে পারিনি। যদিও আমরা অনুষ্ঠানের প্রাসঙ্গিক সকল আসবাবপত্র ব্যবস্থা করেছিলাম।
কিন্তু রমাযান চলে আসায় সরাসরি অনুষ্ঠানের প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও সার্বিক পরিস্থিতির দিকে লক্ষ্য করে তা সম্ভব হয়নি। কাজেই আমরা আমাদের শিক্ষার্থীদের সনদ, মার্কশীট, পাগড়ি, ক্রেস ও চাবির রিংসহ যাবতীয় জিনিসপত্র প্রত্যেকের ঠিকনায় কুরিয়ার করে দিই।
নিম্নে কিছু পিক দেওয়া হলো :
ছাত্রদের ক্রেস্টের কিছু ফটো।