
ইফতা বিভাগ : ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বার্ষিক অনুষ্ঠান কার্যক্রম বিবরণী
ইফতা বিভাগ : ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বার্ষিক অনুষ্ঠান কার্যক্রম বিবরণী
🕌 মাদরাসাতুর রহমান আল ইসলামিয়া
✨ ইফতা বিভাগ – দ্বিতীয় বর্ষ (দ্বিতীয় ব্যাচ)
আলহামদুলিল্লাহ, মাদরাসাতুর রহমান আল ইসলামিয়ার ইফতা বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় ব্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে। শুরুতে এই ব্যাচে প্রায় ৪০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। বছর শেষে নানা বাস্তবতায় সংখ্যাটি কমে এলেও যারা দৃঢ়তা ও অধ্যবসায়ের সঙ্গে নিজেদের সফর শেষ করেছে, তারা নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার যোগ্য।
💠 কঠিন বাস্তবতায় দৃঢ়তা
এই ব্যাচের অধিকাংশ ছাত্র ছিল অর্থনৈতিকভাবে অস্বচ্ছল। সীমিত সামর্থ্যের মাঝেও তারা যে আন্তরিকতা, একাগ্রতা এবং ইলমে দ্বীনের প্রতি ভালোবাসা দেখিয়েছে—তা আমাদের জন্য এক বড় অনুপ্রেরণা। পারিবারিক ও আর্থিক চাপে পড়েও অনেকেই শেষ পর্যন্ত দ্বীনের এই সফর থেকে সরে দাঁড়ায়নি।
🎓 অনুষ্ঠান না হলেও দায়িত্বপূর্ণ সমাপ্তি
আমাদের প্রবল ইচ্ছা ছিল একটি সুন্দর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করার, যেখানে ছাত্রদের সম্মাননা ও পাগড়ি প্রদান সরাসরি করা যেত। কিন্তু বাস্তবতার নিরিখে তা সম্ভব হয়নি।
তবুও আলহামদুলিল্লাহ, আমরা সকল শিক্ষার্থীকে যথাযথভাবে—
✅ সনদপত্র
✅ মার্কশীট
✅ প্রত্যয়নপত্র
✅ এবং পাগড়ি
প্রদান করেছি। এগুলো কুরিয়ারের মাধ্যমে সরাসরি ছাত্রদের ঠিকানায় পৌঁছে দেওয়া হয়েছে, যাতে তাদের প্রাপ্য সম্মান কোনোভাবেই বঞ্চিত না হয়।
📢 আগামীর স্বপ্ন: ফুযালা সম্মেলন
আমরা পরিকল্পনা করছি ইনশাআল্লাহ, ভবিষ্যতে একটি সুন্দর ও হৃদয়ছোঁয়া ‘ফুযালা সম্মেলন’ আয়োজনের।
এই সম্মেলনে বিগত বছরের সকল উত্তীর্ণ ছাত্রকে দাওয়াত জানানো হবে এবং একটি বিশেষ মজলিসের মাধ্যমে আনুষ্ঠানিক পাগড়ি প্রদান সম্পন্ন করা হবে।
🤲 আমাদের প্রার্থনা
আমরা আল্লাহ তায়ালার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং একান্তভাবে প্রার্থনা করি—
اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم
اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم
“হে আল্লাহ! আমাদের কাছ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি অতীব তাওবাহ কবুলকারী, পরম দয়ালু।”
হে আল্লাহ! আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন।
আমাদের মারকাযকে বরকত দিন এবং আমাদেরকে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দ্বীনের খেদমতে নিয়োজিত থাকার তাওফিক দিন।
আমীন।
📝 সংকলন ও পরিবেশনায়:
ইফতা বিভাগ, মাদরাসাতুর রহমান আল ইসলামিয়া
আরও পড়ুন :